ভূরুঙ্গামারীতে গরুর খামারে আগুন-৩ টি গরুর মৃত্যু
জাকির হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার, সদর ইউনিয়নে ইশ্বর বড়ুয়া গ্রামের দরিদ্র কৃষক, আব্দুর রাজ্জাকের গরুর খামারে আগুন লেগে ৯টি গরুর মধ্যে ৩টি গরু পুরে মারা যায় ও একটি তাৎক্ষণিকভাবে জবাই করা হয়। বাকী ৫টি গরু আশংকা জনক ভাবে আছে এবং তাদের চিকিৎসা চলছে, একেকটি গরুর দাম আনুমানিক আড়াই লক্ষ টাকা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর ) আনুমানিক রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গরুগুলোকে মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিদিনের মতো গোয়াল ঘরে মশার কয়েল দেন আব্দুর রাজ্জাক।
এলাকাবাসী সোহেল রানা বলেন, “গোয়াইল ঘড়ে কয়েল দিছিল, সম্ভবত গরু লেজ দিয়ে কয়েল চটকাইয়া উপরের ছাদে ফালাইছিল ওখান থেকেই আগুন ধরে থাকতে পারে। আগুনে তাঁর আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।