মার্চ ৩১, ২০২৩ ১২:৫৮ বিকাল



ভুরুঙ্গামারীতে জন কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ

ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ২৮.৩.২০২০
ভুরুঙ্গামারীতে করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা পরিষদ ও
উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন হতদরিদ্রদের মাঝে জরুরী
খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার বিকালে উপজেলায় মোট
৪৩০ জন কর্মহীন হতদরিদ্রদের মাঝে ১০কেজি চাল,৫কেজি
আলু,১লিটার ভোজ্যতেল,২কেজি ডাল ,আধাকেজি লবণ ও ১টি করে
হাত ধোয়া সাবান বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন
পরিষদগুলোর মাধ্যমে হতদরিদ্রদের তালিকা প্রস্তুত করে এই খাদ্য
সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন
উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। এ সময়
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল
ইসলাম,সহকারী কমিনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর
আলম, ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার শওকত আলী,
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ এ,এস,এম সায়েম,উপজেলা
প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহীনুর আলম এবং ওসি আতিয়ার
রহমান প্রমুখ।
এছাড়া হাত ধোয়া কর্মসুচির অংশ হিসাবে উপজেলা চত্বরে ১
টি ও ভুরুঙ্গামারী বাজারেও দুটি হাত ধোয়ার জন্য বেশিন
স্থাপন,পথচারীদের মাস্ক বিতরণের পর ভুরুঙ্গামারী বাজারে করোনা
ভাইরাস নির্মুলে জীবানু নাশক স্প্রে করা হয়। উপজেলা নির্বাহী
অফিসার ফিরুজুল ইসলাম জানান,করোনা ভাইরাস মোকাবেলায়
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসুচি নেয়া হয়েছে।
হাটবাজারগুলো লকডাউন করে দেয়া হয়েছে। এছাড়া উপজেলা
প্রশাসন দ্রব্যমুল্য নিয়ন্ত্রন রাখতে নিয়মিত ভ্রাম্যমান আদালত
পরিচালনা ও পুলিশ প্রশাসন দিনরাত বিভিন্ন এলাকায় সামাজিক
দুরত্ব বজায় রাখতে কাজ করে যাচ্ছে



Comments are closed.

      আরও নিউজ