মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

নাচোলে ভুয়া ডিজিএফআইয়ের পরিচালকসহ ২জন গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ(চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুয়া ডিজিএফআইয়ের পরিচালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার নামোশংকরবাট গ্রামের মোঃ এনামু হকের পুত্র মোঃ সেরাজুল ইসলাম (৫৫), নাচোলের উত্তর মল্লিকপুর ইউনিয়ন ফতেপুরের মোঃ খলিল উদ্দিনের পুত্র মোঃ রফিকুল ইসলাম (৫২)।

জানা যায়, নাচোল থানাধীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নাচোল শাখায় ভুয়া ডিজিএফআই মোঃ সেরাজুল ইসলাম, কৃষি ব্যাংকের ম্যানেজার মোঃ আলমগীর হোসেনকে ১০ লক্ষ টাকা ঋণ নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। এক পর্যায়ে সেরাজুল ইসলাম নিজেকে ডিজিএফআইয়ের ডাইরেক্টর পরিচয় দিয়ে চাপ দেয়। এমতাবস্থায় ব্যাংক ম্যানেজার আলমগীর হোসেনের সন্দেহ হয়। পরে নাচোল থানা পুলিশকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করেন নাচোল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী মোঃ সেরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে সেরাজুল সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে নাচোল থানায় মামলা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত