রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

ভুট্টাক্ষেতে মিলল নবজাতকের মরাদেহ

আব্দুল লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধিঃলালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন এর এক ভুট্টাক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বড়খাতা ডিগ্রী কলেজের পাশে ভুট্টাক্ষেতে ব্যাগে নবজাতকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ধারনা করা হচ্ছে, রাতের আঁধারে নবজাতকটিকে কলেজের পাশে রাস্তার সঙ্গে ভুট্টাক্ষেতে ফেলে যায়। স্থানীয়রা সকালে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। এখনো নবজাতকের কোনো পরিচয় মেলেনি।

সম্পর্কিত