বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

ভালবাসা দিবসের জন্য পাঁচবিবি ফুলের দাম আকাশ চুম্বী

মোঃ গোলাম মোরশেদঃফেব্রুয়ারি মানেই বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস।অন্য সব মাসের তুলনায় এ মাসে ফুলের চাহিদা থাকে বেশি। তাইতো এসব আনন্দ উৎসব গুলো সামনে রেখে প্রতীক্ষায় থাকে ফুল ব্যবসায়ীরা।

প্রিয়জনকে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানাতে উপহার কিনছেন অনেকে।
কিনছেন ফুল তাই বেড়েছে ফুলের দাম। বিশেষ করে গোলাপ ফুলের কদর আকাশ চুম্বী।
এরই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিভিন্ন মোড়ে সাজিয়ে বসেছেন অস্থায়ী ফুল বিক্রেতারা, যেখানে জমে উঠেছে ফুলের কেনা বেচা।
ফুল ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে জানা গেছে, ভালবাসা দিবস হওয়ায় কেনাবেচা জমেছে তাদের । তবে গত বছরের চেয়ে এবার ফুলের দাম বেশি বলে মনে করছেন ক্রেতারা। তাই বাড়তি দামে ব্যবসায়ীদের মুখে হাঁসি ফুটলেও বছরের বিশেষ এই দিনে কিছুটা কম কিনছে ক্রেতারা ।
গোলাপ কিনতে গিয়ে দাম শুনে হোঁচট খাচ্ছেন কেউ কেউ, স্থানভেদে প্রতিটি গোলাপ বিক্রি হচ্ছে ৭০-৯০ ও ১০০ টাকায় । অথচ স্বাভাবিক সময়ে গোলাপ বিক্রি হয় ১০-২০ টাকায়।
এদিকে শুধু ফুল ব্যবসায়ীরাই নয়, বসন্ত বরণ, ভালোবাসা দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে অনেকেই একদিনের জন্য ফুলের ব্যবসায় নেমে পরেন।

সম্পর্কিত