মার্চ ২৫, ২০২৩ ১১:২০ বিকাল



ভাঙ্গুড়ায় ইয়াবা ব্যবসায়ী আটক

 

রাজিবুল করিম রোমিও, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় রবিউল করিম রবি (২৮) ও প্রবীর কুমার দাস (৩০) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে ১০ পিচ ইয়াবাসহ আটক করেছ থানা পুলিশ।

সোমবার ৩০ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা খানমরিচ ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে।

জানা গেছে, রবিউর করিম রবি দত্তখাড়–য়া গ্রামের ছবির উদ্দীনের ছেলে ও প্রবীর কুমার দাস একই গ্রামেররপ্রদীপ চন্দ্র দাসের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এসআই ইব্রাহিম ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খানমরিচ ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে ইয়াবা বিক্রির সময় তাদেরকে হাতে নাতে আটক করে । এসময় তাদের দেহ তল্লাশী করে ১০ পিচ ইয়াবা পাওয়া যায়। মঙ্গলবার সকালে তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করে কোর্টে প্রেরণ করে পুলিশ।

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) নাজমুল হক বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



Comments are closed.

      আরও নিউজ