শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদ এর ১২৩ তম জন্মৎসব পালিত

বিকেল ৪ ঘটিকায় বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর কুড়িগ্রাম এর আয়োজনে ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমেদ এর ১২৩ তম জন্মউৎসব পালন ওসাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে খন্দকার এনামুল হক ইনুর সঞ্চালনায়সংগীত পরিবেশন করেন,শিশু শিল্পী সপ্তকবর্মা,বিশিষ্ট শিল্পী প্রিয়াংকা রায় জুঁই,বেতার শিল্পী জুলিয়াস রহমান,তুফান চন্দ্র বর্মন,স্বরূপ বর্মা,নিতু বর্মণ লতা,বেতার শিল্পী শাহ্ আলম খন্দকার, ওজগৎ প্রতি বর্মা।উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে যন্ত্র সংগীতে ছিলেন,দোতরায় জিতেন্দ্রনাথ বর্মণ,বাংলার ঢোলে নিহরঞ্জন বর্মা ও সিদ্ধার্থ শংকর রায়, এবং মন্দিরায় ছিলেন দুলাল চন্দ্র বিশ্বাস।সংগীত পরিচালনায় ছিলেন জগৎপতি বর্মা।

সম্পর্কিত