মো:মেহেদী হাসান,আত্রাই উপজেলা প্রতিনিধি:নওগাঁর আত্রাই উপজেলার,বিশা ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত সমসপাড়া বাজারের পাশে গুড় (আত্রাই) নদীর উপরে ব্রিজ না থাকার কারণে, এ এলাকার মানুষের নগর জীবনের সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষের বসবাস এ অঞ্চলে। চারপাশে নদী হওয়াতে এখানে পারাপারের একমাত্র মাধ্যম নৌকা।আত্রাই -সুদরানা প্রায় ১৪ কি:মি এর মধ্যে কোন ব্রিজ না থাকায় প্রতি নিয়তই সমস্যার সম্মুখীন হতে হয় জনসাধারনের দুঃখজনক হলো, যদি কেউ অসুস্থ বা দুর্ঘটনায় ঘটে তাহলে প্রাণহানির ঘটনা ঘটে যায়। ইতিঃপূর্বে অনেকবার ব্রিজ হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করা হলেও এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। যখন যে সংসদ সদস্য আসেন, তার নির্বাচনী প্রতিশ্রুতি থাকে-সমসপাড়া ভাঙ্গাজাঙ্গাল পার ঘাটে ব্রিজ হবে; কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয় না। শুধুমাত্র একটি ব্রিজের অভাবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান অনেক নিচে পড়ে আছে। সব সমস্যা নিরসনের মাধ্যমে নওগাঁ জেলার, আত্রাই উপজেলার,বিশা ইউনিয়ন, সমসপাড়া বাজার সংলগ্ন ভাঙ্গাজাঙ্গাল ঘাটে ব্রিজের কাজ যেন অতিদ্রুত শুরু হয় এ আশা এলাকাবাসীর।