সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ব্রহ্মপুত্র চরের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ঈদ উৎসব পালন

নিজস্ব প্রতিবেদকঃ

নদী ভাঙনে ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ দুই পাড়ে ঠাঁই নেওয়া পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ঈদ আনন্দ উৎসব আয়োজন করেছে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন (কিউএলএফ)। বীর প্রতীক তারামন বিবির জন্মস্থান কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর স্কুলে এ উৎসব আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এই উৎসবে অংশ নেয় শিশুরা। এ সময় শতাধিক শিশুর মাঝে নতুন জামা এবং দুপুরের খাবার, চকলেট ও মৌসুমী ফল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কিউএলএফের সমন্বয়ক ডা. দলিলুর বলেন, ঈদ নিয়ে শিশুদের আগ্রহ ও আনন্দ একটু বেশিই থাকে। কিন্তু অসহায় শিশুরা বরাবরই তা থেকে বঞ্চিত। এ রকম সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খরস্রোতা ব্রহ্মপুত্র নদের চারদিকে অথৈ জল। বাংলাদেশের দরিদ্রতম গ্রাম শংকর মাধবপুর। চরম দারিদ্রের সঙ্গে লড়াই করে বেড়ে উঠা নদীপাড়ের হাজারো অসহায় ছিন্নমূল শিশুদের কথা আমরা খুব কমই জানি। এই শিশুদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের অবস্থা নাজুক। অভাব অনটন তাদের নিয়তি।

এ সময় উপস্থিত ছিলেন তারামন বিবির ছোট ভাই নুর মোহাম্মদ, কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের সদস্য ডা. ইশরাত জাহান, কামরুল হাসান শিমুল, কলেজ শিক্ষক স্বাধীন আশ্রাফুজ্জামান, স্কুল শিক্ষক গোলাপী বেগম, ইউপি সদস্য আনোয়ার হোসেন, স্থানীয় সংগঠক শাহ আলম প্রমুখ।

সম্পর্কিত