মার্চ ২৩, ২০২৩ ১১:৫৪ বিকাল



ব্রহ্মপুত্রে ফেরিসার্ভিস চালুর দাবিতে নৌ-মন্ত্রীর নিকট গণকমিটির স্বারকলিপি

এস,এম,এ মোমেন,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ব্রহ্মপুত্র নদে ফেরিসার্ভিস চালুর দাবিতে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিক মাহমুদ চৌধুরীকে স্বারকলিপি দেয়া হয়েছে। ২৮ ডিসেম্বর প্রতিমন্ত্রী কুড়িগ্রামের রৌমারী সফরে এলে গণকমিটি এ স্বারকলিপি দেয়। এ সময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো:জাকির হোসেন। দুপুর আড়াইটার দিকে শীতবস্ত্র বিতরণের জন্যে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, ব্রহ্মপুত্রের বামতীরে একাত্তরের মুক্তাঞ্চল খ্যাত উপজেলা রৌমারী ও রাজিবপুর। উপজেলা দুটি কুড়িগ্রাম জেলার মুল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন। প্রতিনিয়ত জেলায় দাপ্তরিক কাজসহ কোট-কাচারী ব্যবসা-বানিজ্য ও মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য দরিদ্রতম এই দুই উপজেলাবাসিকে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল ব্রহ্মপুত্র পাড়ি দিতে হয়। অনেক ক্ষেত্রে উন্নয়ন হলেও আমরা কুড়িগ্রামবাসী পিছিয়ে আছি। উন্নয়নের প্রথম শর্ত উন্নত যোগাযোগ ব্যবস্থ। ঢাকা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর আবার রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার লোকজন তাদের বিভিন্ন প্রয়োজনে অল্প সময়ে গন্তব্যে পৌছার জন্য ইঞ্জিনচালিত নৌকায় বিভিন্ন মালামাল ও যাত্রী পাড়াপাড় হয়। যা খুব ঝুঁকিপুর্ণ। স্বাচ্ছন্দে স্বল্প সময়ে এবং অল্প খরচে ব্রহ্মপুত্র নদ পাড় হওয়ার জন্য তারা ৬টি দাবি তুলে ধরেন। এছাড়াও পূর্ণাঙ্গ স্থলবন্দর চালুর বিষয়টিও স্বারকলিপিতে উল্লেখ করা হয়।
গণকমিটির পক্ষে প্রতিমন্ত্রীর হাতে স্বারকলিপি তুলে দেন গণকমিটির রৌমারী শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামছুল আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অাজিজুর রহমান ও সাধারন সম্পাদক শাহ মোমেন রিপন।



Comments are closed.

      আরও নিউজ