বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ব্যক্তিগত কারণে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী

সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো: সফিউল ইসলাম আলম ( আনারস প্রতীক)।

শুক্রবার (১৭ মে) পাঁচপীর বাজারস্থ তাঁর ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তৃতীয় ধাপে আগামী ২৯ মে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থীর মধ্যে ১২ মে দুর্লভ চন্দ্র মন্ডল তাঁর প্রার্থীতা প্রত্যাহার করায় ৯ জন প্রার্থী মার্কা নিয়ে প্রচারণা শুরু করেন।

এরই মধ্যে শুক্রবার সফিউল ইসলাম আলম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন ব্যক্তিগত অসুবিধার কারনে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দেন তিনি। কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর প্রতি তাঁর কোন সর্মথন নেই বলে জানান। তাঁর নির্বাচনের সাথে জড়িত সকল প্রকার সর্মথক, প্রস্তাবক, নেতাকর্মী ও শুভাকাঙ্খিগণের নিকট আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন এবং ধৈর্য্যধারনের জন্য সবিনয় অনুরোধ জানান।

সম্পর্কিত