রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ADVERTISEMENT

বোমা তৈরি ও সরবরাহের অভিযোগে রাজশাহীর যুবদল নেতা গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী নগরীতে বোমা তৈরি ও সরবরাহের অভিযোগে জাহিদ হাসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) সকালে নগরীর লক্ষ্মীপুর বাকির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাহিদ হাসান নগরীর লক্ষ্মীপুর বাকী মোড় এলাকার মৃত মজনু মিয়ার ছেলে। তিনি মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ কর্মসূচিকে সামনে রেখে জাহিদ নিজেই বোমা তৈরি করে বিভিন্নভাবে সরবরাহ করত।

সম্প্রতি হরতাল-অবরোধের ঘটনায় গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাহিদকে গ্রেপ্তার করা হয়। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, গত ২৯ অক্টোবর নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত