বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

বোদা কান্তমনি মন্নাপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নেই কোন শিক্ষার্থী, তবুও এমপিওভুক্ত

দপঞ্চগড় প্রতিনিধি:উপস্থিত শিক্ষক তো নেই ই, নেই প্রয়োজনীয় শিক্ষার্থী সংখ্যা; তার পরও উপর মহলকে খুশি করে পঞ্চগড়ের বোদা উপজেলার কান্তমনি মন্নাপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় পেল এবার এমপিও ভুক্তির সুযোগ। গত ১৭ অক্টোবরে/২৩ নতুন বিদ্যালয় এমপিও ভুক্তির তালিকায় এ বিদ্যালয়টির নাম প্রকাশ হলে প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট শিক্ষকরা আনন্দিত হলেও স্থানীয় লোকজন বিষ্ময় প্রকাশ করেছে। এলাকাবাসি জানান, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে শ্রেণিপাঠ ও শিক্ষকদের যেখানে দেখায় মিলেনি বছর শেষে তারাই অলৌকিক ভাবে পেয়েছে সরকারি সুযোগ। দেড় যুগেও হয়নি শ্রেণিপাঠ। নেই শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিতি। হাজিরা খাতা তো দূরে থাক, নেই বিদ্যালয়ের আয়-ব্যয়সহ বিভিন্ন খাতে ব্যবহৃত রেজিস্ট্রার। বিদ্যালয়ের নামে থাকা একমাত্র টিনসেডের একাডেমিক ভবনটিতে চলছে কিন্ডার গার্টেন স্কুলের অস্থায়ী পাঠদান। মাধ্যমিকের শিক্ষাদান কার্যক্রম না থাকলেও পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা ইউনিয়নের কান্তমনি মন্নাপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবার পেয়েছে এমপিও ভুক্তি। সংশ্লিষ্টরা বলছেন, ১৯৯৮ সালে কান্তমনি মন্নাপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যায়টি প্রতিষ্ঠিত হয়। শুরুতে দুই বছর পাঠদান কার্যক্রম চললেও বেতন ভাতা না থাকায় শিক্ষক কর্মচারীরা যার যার মতো অন্য আয় মূলক কাজে জড়িয়ে পড়ে। চলতি বছরে গত ১৭ অক্টোবরে বিদ্যালয়টি এমপিও ভুক্তির আওতায় এলে পুনরায় সরব হতে শুরু করেছে শিক্ষার্থী ছাড়াই শিক্ষক কর্মচারীরা।
কথা উঠেছে প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীরা জন প্রতি ছয় থেকে সাত লাখ টাকা উৎকোচ দিয়ে এ সুবিধাটি আদায় করেছে।কান্তমনি মন্নাপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক ১০জন এবং ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী ৫জন কর্মরত আছেন। পাশ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাকেরা জানান, গত পনেরো বছরেও বিদ্যালয়টিতে ক্লাস হয়েছে এমনটা দেখেন নি।
বিদ্যালয়ের বিভিন্ন অসঙ্গতি স্বীকার করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, রেলপথ মন্ত্রীর ডিও লেটারে প্রতিষ্ঠানটি এমপিও ভূক্তি হয়েছে। আগামীতে শিক্ষার্থী ভর্তিসহ অন্যান্য কার্যক্রম চালু করা হবে বলে জানান তিনি।
বিদ্যালয় পরিদর্শন করে কোন শিক্ষার্থী উপস্থিত পান নি জানিয়ে বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আকতার বানু বলছেন, প্রতিষ্ঠানটি বিশেষ কোটায় এমপিও ভুক্তি পেয়েছে। তবে আমি যা পেয়েছি তাই প্রতিবেদন দিবো।

সম্পর্কিত