রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বেসরকারী কলেজের মধ্যে প্রথম স্থান অর্জন করল সৈয়দ আহমেদ কলেজ

শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার(বগুড়া): জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরম্যান্স র‍্যাঙ্কিং ২০১৮ এর ফলাফলে আবারও রাজশাহী অঞ্চলে বেসরকারী কলেজের মধ্য ১ম স্থান অর্জন করে সৈয়দ আহম্মদ কলেজ। অদ্য ২৯/০১/২০২৪ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে কলেজ পারফরমেন্স র‍্যাঙ্কিং এর আর্থিক প্রণোদনা ও সনদ প্রত্র গ্রহণ করেণ অত্র কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব মো: সাইদুজ্জামান ।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাঙ্কিং ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালসহ ধারাবাহিক ভাবে রাজশাহী অঞ্চলের বেসরকারী কলেজের মধ্য ১ম স্থান হওয়ার গৌরব অর্জন করলো সৈয়দ আহম্মদ কলেজ । কলেজের এ অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সৈয়দ আহম্মদ কলেজ পরিবারের পক্ষ থেকে অনিঃশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন ও কলেজের সকল অংশীজনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অধ্যক্ষ মো: সাইদুজ্জামান সৈয়দ আহম্মদ কলেজ সুখানপুকুর, গাবতলী বগুড়া। ও সিনেট সদস্য (সাবেক) জাতীয় বিশ্ববিদ্যালয়।

সম্পর্কিত