শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার(বগুড়া): জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরম্যান্স র্যাঙ্কিং ২০১৮ এর ফলাফলে আবারও রাজশাহী অঞ্চলে বেসরকারী কলেজের মধ্য ১ম স্থান অর্জন করে সৈয়দ আহম্মদ কলেজ। অদ্য ২৯/০১/২০২৪ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে কলেজ পারফরমেন্স র্যাঙ্কিং এর আর্থিক প্রণোদনা ও সনদ প্রত্র গ্রহণ করেণ অত্র কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব মো: সাইদুজ্জামান ।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাঙ্কিং ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালসহ ধারাবাহিক ভাবে রাজশাহী অঞ্চলের বেসরকারী কলেজের মধ্য ১ম স্থান হওয়ার গৌরব অর্জন করলো সৈয়দ আহম্মদ কলেজ । কলেজের এ অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সৈয়দ আহম্মদ কলেজ পরিবারের পক্ষ থেকে অনিঃশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন ও কলেজের সকল অংশীজনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অধ্যক্ষ মো: সাইদুজ্জামান সৈয়দ আহম্মদ কলেজ সুখানপুকুর, গাবতলী বগুড়া। ও সিনেট সদস্য (সাবেক) জাতীয় বিশ্ববিদ্যালয়।