সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বেরোবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হলেন ড. সিদ্দিকুর রহমান

রুশাইদ আহমেদ: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা বিভাগের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়। এ নিয়োগ আদেশ চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এ নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে ড. সিদ্দিকুর রহমান বলেন, শারীরিক চর্চা ও ক্রীড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশ্ববিদ্যালয়কে আরও সামনে এগিয়ে নিতে আমি শারীরিক শিক্ষা বিভাগকে ঢেলে সাজাতে চাই এবং এ বিষয়ে আমি প্রশাসন, শিক্ষার্থী ও সাংবাদিক মহলের সহযোগিতা চাই।

সম্পর্কিত