রুশাইদ আহমেদ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে সংস্থাপন শাখা-২ এর উপ-রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমান মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়। ০৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ আদেশ বলবৎ থাকবে।
নতুন ডিন হিসেবে নিয়োগ পাওয়া প্রসঙ্গে অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেরোবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাওয়া সত্যিই আমার জন্য একটি বড় অর্জন। এই অনুষদের অন্তর্ভুক্ত সকল বিভাগ একসঙ্গে আমার সঙ্গে কাজ করে সামনে এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।