সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বেরোবির টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আতিকুর-শান্ত

 

রুশাইদ আহমেদ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আতিকুর রহমান। এ ছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুল আলম শান্ত।

বুধবার (৩১ জানুয়ারি) বেরোবির বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিকুর রহমান নতুন কমিটির অনুমোদন দেন। আগামী এক বছর পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে।

নতুন কমিটি সম্পর্কে সমিতির নবনিযুক্ত দপ্তর সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী আশিক বলেন আমি এই সংগঠনটিকে আঞ্চলিক সংগঠন হিসেবে দেখি। আঞ্চলিক সংগঠন মেলবন্ধনের একটি প্রতীক। আঞ্চলিক সংস্কৃতিকে সমৃদ্ধ এবং পারস্পারিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই সংগঠন বিশেষ ভূমিকা রাখে। তাই আমাদের উচিত সংগঠনটিকে এগিয়ে নিয়ে যেতে একত্রিত এবং দলবদ্ধ হয়ে আন্তরিকভাবে কাজ করা।

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি মো. আতিকুর রহমান ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস বিভাগের ১২ তম এবং সাধারণ সম্পাদক আহসানুল আলম শান্ত ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী।

সম্পর্কিত