রুশাইদ আহমেদ: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে বঙ্গবন্ধু ব্লাড ডোনার্স ফাউন্ডেশন।
সোমবার (২২ এপ্রিল) বেরোবি ক্যাম্পাসের শ্রমিক, দিনমজুর, পরিচ্ছন্নতাকর্মী ও পার্কের মোড়ে ট্রাক ও রিক্সাচালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করে সংগঠনটি।
এ ছাড়াও বেরোবির বঙ্গবন্ধু ম্যুরাল ও প্রশাসনিক ভবনের আশপাশে কিছু বৃক্ষ রোপণ করেন সংগঠনটির সদস্যরা। এ সময় বেরোবির প্রক্টর মো. শরিফুল ইসলাম, বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ ও সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. রেজওয়ান-উল-আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. রেজওয়ান-উল-আনাম বলেন, ২০২০ সালের ৩১ জুলাই দুস্থ ও সুবিধাবঞ্চিতদের রক্তদানের উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু ব্লাড ডোনার্স ফাউন্ডেশন নামক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠিত হয়।
তবে বঙ্গবন্ধু ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের সদস্যরা শুধু রক্তদান কর্মসূচির মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে কোভিড-১৯ মহামারীর সময়ে মাস্ক বিতরণ, জনসচেতনতা সৃষ্টিতে কাজ করেছে। পাশাপাশি নিজের ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিও আমরা পালন করছি।
এরই অংশ হিসেবে আজ (সোমবার) বর্তমানে দেশজুড়ে চলা অব্যাহত তীব্র দাবদাহে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও SDG লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিসহ অধিক পরিমাণ পানি পান করার বার্তা নিয়ে আমরা শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি, খাবার স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করেছি। এ ধরনের আরও সামাজিক কাজের মাধ্যমে সেবার ব্রত নিয়ে ভবিষ্যতে সংগঠনটির গতিশীলতা বৃদ্ধি পেয়ে এই সংগঠনটি ছড়িয়ে পড়বে সারা দেশের মানুষের মাঝে এটাই আমাদের লক্ষ্য।