সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বেরোবিতে অবশেষে গঠিত হলো ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি, অছাত্রদের পদ পাওয়ার অভিযোগ

প্রতীকী ছবি

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অবশেষে মেয়াদ শেষ হওয়ার প্রায় নয় মাস পর গঠিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। তবে এ কমিটিতে অন্তত ৩০ জন চাকরিজীবী, বিবাহিত এবং অছাত্রদের পদ পাওয়ার অভিযোগ উঠেছে।

১৫ ফেব্রুয়ারি (বুধবার) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী পোমেল বড়ুয়াকে সভাপতি ও একই শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের মাহফুজুর রহমান শামীমকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ কমিটিতে সহ-সভাপতি পদে ৪৬ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন এবং অন্যান্য সম্পাদকীয় পদে ৩৭ জন পদ পেয়েছেন। এ ছাড়াও, উপ-সম্পাদক পদে ৬০ জন, সহ-সম্পাদক পদে ২০ জন এবং সদস্য পদে ১২ জন পদ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা গেছে, এই কমিটির অন্তত ৩০ জন নেতার ছাত্রত্ব নেই। তবে তাদের রেখেই কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অনেকে পদবঞ্চিত হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আব্দুর রাজ্জাক নামের একজন লিখেছেন, আমি বিশ্ববিদ্যালয়ের ভর্তির ৩/৪ দিন পর থেকে ছাত্র রাজনীতিতে প্রবেশ করি। তখন থেকে দেখছি হাতে গোণা কয়েকজন অনেক পরিশ্রমী! বেরোবির ছাত্র রাজনীতিতে কাদের কতটুকু অবদান ছিল, সেটা শুধু যারা দেখেছে তারাই জানে! অথচ আমার হল এর সিট নিয়েও তারা অনেক তালবাহানা করেছে। আসলে রাজনীতিতে সবাই সান্ত্বনামূলক কথা বলে। কিন্তু তারা কারো মনের অবস্থাটার দিকে একবার তাকিয়েও দেখে না! বেরোবির ছাত্র রাজনীতিতে ত্যাগীদের অসম্মান করা কতটা সময়োপযোগী তা শুধু কর্তৃপক্ষ ভালো জানেন!

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের আরেক নেতা বলেন, ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে একাধিক গণমাধ্যমে কর্মরত এক সাংবাদিক এবং রংপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মকর্তা সহ-সভাপতির পদ পেয়েছেন।

বিগত সময়ে ছাত্রলীগের নামে আলোচনা-সমালোচনা যিনি করতেন, তাকে এমন গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।অথচ কখনোই ছাত্রলীগের কর্মসূচিতে তাকে দেখা তো যায়নিই বরং ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি করতেন সমালোচনা। পরিশ্রমীদের বঞ্চিত করে এমন কমিটি গঠন সত্যিই হতাশাজনক। যার কর্মকাণ্ড ছিল ছাত্রলীগের সমালোচনা করা তাকে এত বড় পদে দেওয়ায় ত্যাগী কর্মীরা রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের ৩১ জুলাই পোমেল বড়ুয়াকে সভাপতি ও মাহফুজুর রহমান শামীমকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য সংগঠনটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সেই কমিটির অনুমোদন দিয়েছিলেন।

গঠনতন্ত্র অনুযায়ী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা সাংগঠনিক জেলার মর্যাদা পায়। ছাত্রলীগের গঠনতন্ত্রের ১০(খ) ধারায় বলা হয়েছে, ‘জেলা শাখার কার্যকাল এক বছর’। সেই হিসেবে গত ২০ ডিসেম্বর শেষ হয়েছে পোমেল-শামীম নেতৃত্বে বর্তমান কমিটির মেয়াদ।

কেন দেরিতে কমিটি ঘোষণা হল এ বিষয়ে কথা বলতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাভাপতি পোমেল বড়ুয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা ছিল কমিটি পূর্ণাঙ্গ হওয়া। সেটাও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল। এটি যেন আমাদের জন্য একটি উৎসব হয়ে দাড়িয়েছে। আমরা অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাই এর প্রতি।

মেয়াদোত্তীর্ণ কমিটি পূর্ণাঙ্গ হওয়ার ব্যাখ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম বলেন, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার নেতা বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি স্মার্ট ছাত্রনেতা হোসাইন সাদ্দাম ভাই ও বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইকে।

দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে আমাদের পূর্ণাঙ্গ ঘোষিত কমিটির সদস্যদের নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সব সময় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবে। সেই সঙ্গপে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে বঙ্গবন্ধু কন্যার স্বপ্নের সারথি হিসেবে কাজ করবে বেরোবি ছাত্রলীগ।

আমরা কমিটিটা নির্বাচনের পরে দিয়েছি। এটা আমাদের রাজনৈতিক কৌশল ছিল। নির্বাচনে আমাদের নেতা-কর্মীরা চাঙ্গা থাকবে, দলের জন্য কাজ করবে এবং তাদের অবদান দেখে আমরা তাদের পদায়ন করব, এমন একটা কৌশল ছিল। সে অনুযায়ী আমরা কমিটি ঘোষণা করেছি।

সম্পর্কিত