বিশ্বনাথ সরকার,স্টাফ রিপোর্টারঃ-
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৩ই ফেব্রুয়ারী মঙ্গলবার আনুমানিক সকাল ৯.৩০ এর দিকে মাদ্রাসা পড়ুয়া ছেলেকে খাবার দিতে গিয়ে বাস চাপায় প্রাণ গেল মফিজ উদ্দিন (৪৫) নামের এক বাবার। ঘটনার পর পরেই রাস্তা অবরোধ করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাদিনাতুল উলুম ক্যাডেট মাদরাসায় নিহত মফিজউদ্দিনের ছেলে পড়াশোনা করে। সকালে তিনি ছেলের জন্য মাদ্রাসায় খাবার নিয়ে যান। এ সময় ঢাকা থেকে ভুরুঙ্গামারীগামী দ্রুতগতির হানিফ পরিবহন নামীয় অজ্ঞাতনামা একটি বাস পথচারী মফিজ উদ্দিনকে (৪৫) রাস্তা পারাপারের সময় চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত মফিজ উদ্দিন নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধরকার কুটি গ্রামের বাসিন্দা। ঘটনার পর পরেই নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করেন।
এ ব্যাপারে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।