অলোক আচার্য, পাবনা—— বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পাবনার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের হরিরামপুর গ্রামের এক বাড়িতে আগুন লেগে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে হাটুরিয়া—নাকালিয়া ইউনিয়নের নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ের সহকারী শিক্ষিকা মনোয়ারা বেগমের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তার ঘরে থাকা নগদ আড়াই লক্ষ টাকাসহ ঘরের কম্পিউপার,ফ্রিজ ও অন্যান্য আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে।
মনোয়ার বেগমের কথায় জানা যায়, শুক্রবার আনুমানিক সাড়ে বারোটার দিকে তার ঘরে প্রথম অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। তার মেয়ে তাদের শোবার ঘরের খাটের নিচে আগুন দেখতে পায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তেই শেষ হয়ে যায় সব স্বপ্ন।