শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বুদ্ধিজীবী দিবসে প্রাকৃতজনের আলোক প্রজ্জ্বলন ও কবিতানুষ্ঠান

এম এ ওয়াহেদঃশহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। ১৯৭১ সালে এই দিনে দখলদার পাকিস্তান বাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদরদের সহযোগিতায় শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, আইনজীবী তথা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার নীলনকশাকারীদের আমরা ঘৃণা জানাই।

হবিগঞ্জের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে “প্রাকৃতজন” আয়োজিত আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধা ৬ টায় স্থানীয় টাউন হল প্রাঙ্গনে ‘তোমরা তোমাদের বর্তমানকে উৎসর্গ করেছ আমাদের অনাগত ভবিষ্যতের জন্য’ এই শ্লোগানকে সামনে রেখে আলোক প্রজ্জ্বলন ও কবিতানুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মসূচি চলাকালে প্রাকৃতজন এর পরিচালক সিদ্দিকী হারুন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, প্রাকৃতজন সভাপতি তাহমিনা বেগম গিনি,সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, পদক্ষেপ আবৃত্তি পরিষদ এর সভাপতি নাসরিন হক, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামাল,কবি অমিতাংশু টুটুল প্রমুখ।

এরপর “পদক্ষেপ ” আবৃত্তি পরিষদ পরিবেশন করে কবিতানুষ্ঠান “রৌদ্র লেখে জয়”। অধ্যাপক নাসরিন হকের পরিকল্পনা ও নির্দেশনায় এতে অংশগ্রহণ করেন কুমকুম চৌধুরী, আফরোজা সিদ্দিকা, জেরিন, ঋতু, লিজা,রুম্পা, সাজপা, এঞ্জেলা, দিনা, শ্রেয়া প্রমুখ।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত