সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসের এ আর মালিক সীডস্ এর গ্রীন ক্রাউন জাতের ব্রকলি চাষে সফল কৃষক

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধ :দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা মোঃ হাবিবুর রহমান মাঠ পরিদর্শন বিজয়পুর এলাকায় কর্মাশিয়াল চাষী মোঃ হাবিবুর রহমান বছর প্রায় .২৫ শতাংশ জমিতে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ আর মালিক সীডস্ এর গ্রীন ক্রাউন জাতের ব্রকলি চাষ করছে ।

ব্রকলি চাষীর তথ্য মতে, এ বছর বৈরি আবহাওয়ার পরও গাছের কোন ক্ষতি হয়নি এবং প্রতি পিচ ১০০/- দরে বিক্রয় করছেন।
বিজয়পুর ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ গোলাম মোস্তফা জানান, গ্রীন ক্রাউন জাতের ব্রকলি অনেক রোগবালাই সহনশীল, ভাইরাস প্রতিরোধী, পাতা গুলো খাড়া থাকায় বেশী পরিমানে রোপন করা যায়। এতে কৃষক লাভবান হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, ব্রকলির গ্রীন ক্রাউন জাতটি খুবই সুন্দর। ফলন,রং,সেপ ভাল ও পরিবহন উপযোগী হওয়ায় কৃষক দাম বেশি পেয়ে লাভবান হচ্ছে। আগামীতে উচ্চ মুল্যের ব্রকলি চাষ সম্প্রসারনে বীরগঞ্জ উপজেলা কৃষি
অফিস,দিনাজপুর কৃষকদের সহায়তা ও উৎসাহিত করবে।

সম্পর্কিত