রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বীরগঞ্জে ৮৯৮ ভূমিহীন-গৃহহীন পরিবার পেল ঘর

মোজাম্মেল বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে আশ্রয়ণ-২ প্রকল্পের ৫ম পর্যায়ে ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। তারই অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাতেও ৮৯৮টি ঘর ভূমিহীন-গৃহহীনদের মাঝে বিতরণ করা হয়।

১১ জুন মঙ্গলবার বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এই ঘর বিতরণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু হুসাইন বিপু, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার, উপজেলা বিভিন্ন ইউনিয়নের ইপি চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের ব্যবস্থা করেছেন

সম্পর্কিত