রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে নারীসহ দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

মোজাম্মেল হক , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ গোলাপগঞ্জ রোড এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রউফ ও সাহিদা খাতুন নামে দুই মাদক ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ জুন-২০২৪) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী এ আদেশ দেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী অফিসার

ফজলে এলাহী। দণ্ড প্রাপ্ত নারী সাহিদা খাতুন (২৩) বীরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের শহিদুল ইসলামের মেয়ে এবং পৌরসভার ৯নং ওয়ার্ডের জগদল হাটপুকুর গ্রামের মৃত: আব্দুল আজিজের ছেলে আব্দুল রউফ (৪০)। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সদর উপজেলার পৌর শহরে গোলাপগঞ্জ রোডস্থ একটি দোকানে মাদক দ্রব্য বিক্রয়ের অপরাধে সাহিদা খাতুন কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং বৃহস্পতিবার সকালে এই স্থানে অভিযানে চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রেয়ের নগদ অর্থ ও মোবাইলসহ আব্দুল রউফকে আটক করে ১ বছরে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেনভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে মাদক বিক্রেতাদের আদালতে সোর্পদ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত