সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

বীরগঞ্জে পোনামাছ অবমুক্ত করণ

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

বীরগঞ্জ দিনাজপুর’ভরব্যে মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বেলা ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ঢেপা নদীতে পোনামাছ অবমুক্ত করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপংকর বর্মন।

পোনামাছ অবমুক্ত শেষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ এর ফিতা কেটে শুভ উদ্বোধন শেষে উপজেলা পরিষদ বটমল প্রাঙ্গণে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার তুমি দীপংকর বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওসমান গনি, স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আক্তার, মৎস্য চাষী নরেন চন্দ্র দাস, মোঃ আরিফুর রহমান। মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বক্তাগণ তাদের বক্তব্যে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে ছিলেন মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পুরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলছে।

তাই এবারের শ্লোগান হচ্ছে, ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, সমৃদ্ধি ও সর্বোপরি দারিদ্র দুরীকরণে মৎস্য খাতের অবদান খুবই

গুরুত্বপূর্ণ। সবাই মৎস্য আইন মেনে চলি,

দেশের সম্পদ রক্ষা করি। তাহলে আমাদের মাছে ভাতে বাঙালি প্রচীন সেই প্রবাদটির বাস্তবে রূপদান করতে পারবো। আলোচনা শেষে মৎস্যজীবীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

সম্পর্কিত