গোকুল চন্দ্র রায় বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী জামায়াত-বিএনপি সন্ত্রাস, নৈরাজন্য ও তান্ডবলীলায় নিহত ছাত্র/ছাত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্বরণে গতকাল বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে একটি আওয়ামীলীগের দলীয় ব্যানারে শোক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা দেবেন কুমার সরকার বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লব, বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন, উপজেলা আঃ লীগ নেতা আব্দুর সালাম সরকার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান অন্তু, উপজেলা আঃ লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্