মোজাম্মেল হক :বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ জাকারিয়া জাকার সাথে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
২১ জানুযায়ী রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিতে¦ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ জাকারিয়া জাকা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি মোঃ মজিবুর রহমান, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন বাবুল, জেলা পরিষদের সদস্য রোকুনুজ্জামান বিপ্লব, বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি সহ আরো অনেকে । এ সময় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা বক্তব্য রাখেন। মত বিনিময় সভায় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।