মোঃ মোজাম্মেল হক,বীরগঞ্জ প্রতিনিধিঃ”উৎপাদন এবং বিক্রয় নয় বিক্রয়ের জন্য উৎপাদন ”
স্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ কৃষি সমসম্প্রসারণ অধিদপ্তর, এ আর মালিক সিডস প্রাঃ লিঃ এবং ব্যাংলাদেশ ব্যাংক এর যৌথ ভাবে বাস্তবায়িত JICA Bangla SHEP প্রকল্পের এ আর মালিক সিডস পরিচালিত ভাবকি গ্লোরী সেপ কৃষক দলে JICA Bangla SHEP প্রকল্পের চীপ অ্যাডভাইজার,মোঃ লুৎফর রহমান, এরিয়া ম্যানেজার, এ আর মালিক সিডস সহ প্রতিনিধি দলের উপস্থিতিতে প্রকল্পের সেনসিটাইজেশন ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। কৃষক দলের ২৫ নিবন্ধিত কৃষক তাদের স্পনসারগণ সহ মোট ৫০ জন কৃষক/কূষানী অংশগ্রহন করেন।
এতে কৃষক দলের সদস্যদের প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করা হয়, আলোচনা করা হয় কৃষকদের দায়িত্ব ও করনীয় নিয়ে, ৭ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক নির্বাহী কমিটি গঠন করা হয়।
” যদি নেই যৌথ সিদ্ধান্ত
সবজি চাষে বাড়বে আয় নিয়মিত ”
স্লোগানে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়।
উক্ত কর্মশালায় সহায়তা করেন মোঃ মুনজুর রহমান শাকিব, ফ্যাসিলিটেটর JICA Bangla SHEP & TSO, A R Malik Seeds.