বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বীরগঞ্জে জাইকা বাংলা সেপ প্রকল্পের সেনসিটাইজেশন ওয়ার্কসপ অনুষ্ঠিত

মোঃ মোজাম্মেল হক,বীরগঞ্জ প্রতিনিধিঃ”উৎপাদন এবং বিক্রয় নয় বিক্রয়ের জন্য উৎপাদন ”

স্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ কৃষি সমসম্প্রসারণ অধিদপ্তর, এ আর মালিক সিডস প্রাঃ লিঃ এবং ব্যাংলাদেশ ব্যাংক এর যৌথ ভাবে বাস্তবায়িত JICA Bangla SHEP প্রকল্পের এ আর মালিক সিডস পরিচালিত ভাবকি গ্লোরী সেপ কৃষক দলে JICA Bangla SHEP প্রকল্পের চীপ অ্যাডভাইজার,মোঃ লুৎফর রহমান, এরিয়া ম্যানেজার, এ আর মালিক সিডস সহ প্রতিনিধি দলের উপস্থিতিতে প্রকল্পের সেনসিটাইজেশন ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। কৃষক দলের ২৫ নিবন্ধিত কৃষক তাদের স্পনসারগণ সহ মোট ৫০ জন কৃষক/কূষানী অংশগ্রহন করেন।
এতে কৃষক দলের সদস্যদের প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করা হয়, আলোচনা করা হয় কৃষকদের দায়িত্ব ও করনীয় নিয়ে, ৭ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক নির্বাহী কমিটি গঠন করা হয়।
” যদি নেই যৌথ সিদ্ধান্ত
সবজি চাষে বাড়বে আয় নিয়মিত ”
স্লোগানে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়।
উক্ত কর্মশালায় সহায়তা করেন মোঃ মুনজুর রহমান শাকিব, ফ্যাসিলিটেটর JICA Bangla SHEP & TSO, A R Malik Seeds.

সম্পর্কিত