মার্চ ৩১, ২০২৩ ১১:৩৯ সকাল



বিয়ের দাবি পূরণ হলো অনশনে

 

রানা আহমেদঃ চারদিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করায় অবশেষে বিয়ের দাবি পূরণ হয়েছে সিরাজগঞ্জের তাড়াশের এক তরুণীর। শনিবার (১২ অক্টোবর) রাতে স্থানীয় গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ৫০ হাজার টাকা কাবিনে ওই তরুণীর বিয়ে হয়।

তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু হাসেম (২২)’র সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেরার উত্তর কৃষ্ণগোবিন্দপুর গ্রামের মোহবুল হকের মেয়ে রিমা বেগমের বছর খানেক প্রেমের সম্পর্ক ছিল। বারবার বিয়ে আশ্বাস দিয়ে আবু হাসেম তালবাহানা করছিলেন। এর প্রতিবাদে ৯ অক্টোবর বিয়ের দাবিতে প্রেমিক আবু হাসেমের বাড়িতে ওঠেন রিমা বেগম। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে গ্রাম্য সালিশের মাধ্যমে আবু হাসেম ও রিনা বেগমের প্রেমের সম্পর্ক প্রমাণ পায়। এর ফলে রিনা বেগমকে স্ত্রীর মর্যাদা দিয়ে ৫০ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন।

এ বিষয়ে তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল শেখ বলেন, ‘মেয়েটি চারদিন ধরে অনশনে ছিল। গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়েছে। তাদের নতুন জীবন সুখের হোক এই দোয়া করি।’



Comments are closed.

      আরও নিউজ