শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বিসিএসে (নন-ক্যাডার) সুপারিশপ্রাপ্ত হলেন অদম্য বর্ষা রানী

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত বর্ষা রানী।

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত বর্ষা রানী ৪১ তম বিসিএসে (নন-ক্যাডার) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর (৯ম গ্রেড) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তিনি লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।

বর্তমানে বর্ষা রানী লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

বর্ষা রানীর এই সফলতার পেছনে রয়েছে তাঁর অক্লান্ত পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি। জীবনে তিনি অনেক প্রতিকূলতা দেখেছেন, কিন্তু কঠোর মনোবল নিয়ে এগিয়ে গেছেন।

বর্ষার বাবা ভ্যান চালাতেন, কিন্তু বয়স বেশি হওয়ায় আর চালাতে পারতেন না। ফলে মাকে অন্যের জমিতে কাজ করে সংসার চালাতে হতো। কিন্তু মায়ের আয়ে সংসার চলত না। তাই মায়ের সঙ্গে দিনমজুরি করতে হতো বর্ষাকেও। এত কিছুর পর

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত