জুন ২, ২০২৩ ১:২৭ বিকাল



বিশ্ব মা দিবস উপলক্ষে নবাবগঞ্জে র‌্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত

ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধি:বিশ্ব মা দিবস উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে র‌্যালি,আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান সরকার নির্বাচন কর্মকর্তা মোঃ আতাউল হক মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,স্কুল কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।



Comments are closed.

      আরও নিউজ