জাহানুর রহমান,কুড়িগ্রাম সংবাদদাতা:
‘একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ। বাঁচাও পৃথিবী বাঁচাও বাংলাদেশ; বাঁচাও প্রজন্ম।’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে মানববন্ধন করা হয়। কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটি-সনাকের উদ্যোগে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।
পরে প্রেসক্লাব সৈয়দ শামসুল হক মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন চাষী নুরন্নবী, জ্যোতি আহমেদ, শফিকুল ইসলাম দুদু, সৌমেন দাস, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
আলোচনা সভায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে দায়ী শিল্পোন্নত দেশসহ বিশ্বের প্রতিটি দেশের প্রতিশ্রুতি রক্ষা করার আহবান জানানো হয়।