ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট,২ গ্রাম হেরোইনসহ মোঃ রহিত মন্ডল (২৬)নামের এক মাদক কারবারিকে আটক করছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে পৌর শহরের কৃষ্টচাঁদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই গ্রামের মোঃ হাফিজুল ইসলাম এর ছেলে। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মাদক কারবারি সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ রহিত মন্ডলকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে উত্তরবঙ্গের সংবাদ কে জানান বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।