মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর বিরল থানার এস আই মোঃ আব্দুল মতিন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) করেছেন। শনিবার বিকেলে তিনি অসুস্থতাবোধ করলে দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল তাঁর লাশ গাইবান্ধা সদরের কুপতলায় পারিবারিকভাবে জানাযা শেষে দাফন করা হবে। এ রিপোর্ট লেখাকালীন তাঁর লাশ দিনাজপুর পুলিশ লাইনে নেয়ার কার্যক্রম চলছিল।
এস আই আব্দুল মতিন এর আকস্মিক মৃত্যুতে বিরল থানার সকল স্টাফ, বিরল থানা জামে মসজিদের মুসল্লীগণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
