সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

বিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য মেলা

নিজস্ব সংবাদদাতা : জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১, বিশ্বরণ-২০২২ ও বাস্তবায়ন-২০২৩ এর আলোকে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের অংশ হিসেবে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, নওগাঁ শাখার ব্যবস্থাপনায় ও মাঠ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে সাহিত্য মেলা-২০২৩” অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর (রবিবার) প্রতিষ্ঠানটির কলেজ মাঠে ইংরেজি ও বাংলা ভার্সনের ১৮টি দলের মধ্যে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শিক্ষার্থীরা বাংলা পাঠ্যপুছক ও অন্যান্য উৎস পর্যালোচনা করে যে সকল সাহিত্য উপাদান (গল্প, কবিতা, ছড়া, সংগীত রচনা ইত্যাদি) রচনা করেছে তা সাহিত্য মেলায় উপস্থাপন করে।

সাহিত্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম জাকির হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নওগাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ লুৎফর রহমান, জেলা শিক্ষা অফিসার, নওগাঁ। বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, নওগাঁ শাখার অধ্যক্ষ জনাব মোঃ শরিফুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রফেসর শরিফুল ইসলাম খাঁন, সাবেক অধ্যক্ষ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ, জনাব মোঃ সারওয়ার জাহান, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ ও জনাব লায়লা আরজুমান্দ বানু, প্রধান শিক্ষক, পি.এ বালিকা উচ্চ বিদ্যালয়, নওগাঁ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নতুন এই শিক্ষাক্রমের মূখ্য উদ্দেশ্য হচ্ছে দক্ষ জনশক্তি গড়ে তোলা। সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রনালয় নিরলস কাজ করে যাচ্ছে। এই ধরনের

উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, গুজবে কান না দিয়ে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন এবং শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ শরিফুর রহমান তার বক্তব্যে বলেন, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১, বিস্তরণ-২০২২ ও বাস্তবায়ন-২০২৩ এর আলোকে এই শিক্ষাক্রমকে যতটা সম্ভব ফলপ্রসূ করা যায় সে লক্ষ্যে আমি ও আমার সম্মানিত সহকর্মীবৃন্দ নিরলস কাজ করে যাচ্ছি। আমি আশা করছি আমাদের প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা নতুন এই শিক্ষাক্রমে নিজেদের যেভাবে মেলে ধরছে, তাতে করে নতুন এই শিক্ষাক্রমকে বাস্তবায়নে তারাই অগ্রণী ভূমিকা পালন করবে।

সাহিত্য মেলায় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত