শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বিটিভির নিয়মিত শিল্পী হলেন চিলমারীর আনোয়ারুল ও মজনু

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নিয়মিত কণ্ঠশিল্পী হিসেবে আলাদা আলাদা বিভাগে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার আনোয়ারুল ইসলাম ও মহব্বত আলী মজনু।আনোয়ারুল ইসলাম উপজেলার থানাহাট ইউনিউনের বহরের ভিটা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ টেলিভিশনে পল্লীগীতিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হয়েছেন। জনপ্রিয় শিল্পী হিসেবে আনোয়ারুল ইসলামের সুখ্যাতি রয়েছে তার নিজ জেলা কুড়িগ্রামের বাইরেও। ইতোমধ্যে বাংলাদেশ বেতার রংপুরের নিয়মিত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গানের নিয়মিত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়ে গান পরিবেশন করে আসছেন এই প্রতিভাবান শিল্পী।

অপর দিকে মহব্বত আলী মজনু আধুনিক গানে বিটিভিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। মজনু উপজেলার থানাহাট ইউনিউনের শামসপাড়া এলাকার বাসিন্দা।তিনি বাংলাদেশ বেতার রংপুরের আধুনিক গানের নিয়মিত কন্ঠশিল্পী হিসেবে তালিকা ভুক্ত হয়ে গান করে আসছেন।

সম্পর্কিত