স্টাফ রিপোর্টার:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মোস্তাইন বিল্লাহকে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিতে দেখা গেছে। সোমবার (১৬ ডিসেম্বর) জামালপুর জেলার ইসলামপুর উপজেলার প্রায় শতাধিক পথ শিশুর হাতে ছাত্রলীগের নাম সংবলিত বই,খাতা,কলম সহ শিক্ষার বিভিন্ন উপকরণ বিতরণ করেন তিনি । ভিন্নধর্মী কার্যক্রম সম্পর্কে তিনি বলেন “বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ আমার আদর্শ । বর্তমান সময়ে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে অনেকে নিজ স্বার্থ হাসিল করে যাচ্ছে, ফলে প্রাণের এই সংগঠনের ভাবমূ্র্তি নষ্ট হচ্ছে।ছাত্রলীগের গৌরবময় ঐতিহ্যকে ধরে রাখতে এবং প্রত্যেক বাবা মা এর কাছে তার সন্তানের জন্য বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনকে অাদর্শ ও আস্থার সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য আমার এই কার্যক্রম ।
এই সময় সরকারি ইসলামপুর কলেজ শাখা ছাত্রলীগ নেতা রাহাত কামাল (সাব্বির সাহ্), মোস্তাক আহম্মেদ সহ স্থানীয় ছাত্রলীগ নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন ।