বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

বিজিবিকে মিষ্টি উপহার দিল বিএসএফ

সোহেল রানা, লালমনিরহাট: আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মিষ্টি উপহার দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

 

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তের শূন্য রেখায় বিএসএফের পক্ষ থেকে ৯৮ বিএসএফের কমান্ড্যান্ট দীপক কুমার বিজিবি বুড়িমারী ক্যাম কমান্ডারের সুবে. মো. হাফিজুর রহমান মোমেনের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

বুড়িমারি কোম্পানি কমান্ডার সুবেদার হাফিজুর রহমান বলেন, কাস্টমস দিবস উপলক্ষে বিএসএফ মিষ্টি উপহার দিয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়ের এ রেওয়াজ চলে আসছে।

সম্পর্কিত