শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

বিজয়ের অশ্রু-আব্দুর রাজ্জাক শাওন

বিজয়ের অশ্রু-

আব্দুর রাজ্জাক শাওন

বিজয় হয়েছে এই মাটি
যে মাটিতে রয়েছে
হাজারো শহিদদের স্মৃতি।

খোকা আমার গিয়েছে যুদ্ধে
আসবে বলে আসলনা ফিরে
কত কাল গেল
দেখিনা খোকার মুখ।

চোখের জলে ভেসে যায় ভুক
অশ্রুতে হয়েছে নদী
খোকা আর ফেরেনি
কত কাল অপেক্ষার
প্রহর গুনেছি
খোকাকে দেখবো বলে।
বিজয় উল্লাস
খোকা আমার দেখেনি।

সম্পর্কিত