মার্চ ৩১, ২০২৩ ১:২৩ বিকাল



বিকিনি লুকে সানাই, ফেসবুকে ঝড়

বিকিনি লুকে সানাই, ফেসবুকে ঝড়
সানাই জানান, ‘আমি সামান্য একটা ছবি আপলোড দিয়েছি। এটা নিয়ে এত মাতামাতির কি আছে। আর এমন না যে আমি একাই বাংলাদেশের এমন ছবি আপলোড দিয়েছে, দেশের অন্যান্য অভিনেত্রীরা এর থেকে বাজে ছবি আপলোড দিয়েছেন।বাংলাদেশের আলোচিত-সমালোচিত মডেল অভিনেত্রী সানাই মাহবুব গত বুধবার ভেরিফায়েড পেইজ বিকিনি পরা ছবি শেয়ার করেন তিনি। ছবিটি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় বইছে।
বিকিনি ছবি শেয়ার করে সানাই লিখেছেন, ‘কি লাভ ওতো ছবি মুক্তি দিয়ে, ‘ওগুলা তো চলেই না! তার চেয়ে বরং আমি একটা ছবি মুক্তি দেই ফেসবুকে! এই বেশ! আর তাছাড়াও কিছু পুরোনো চল কে তো আমি ধ্বংসই করে দিয়েছি, So do something new! Don’t do those tiny works এগেইন।’
বিকিনী পড়া ছবি নিয়ে সানাই জানান, ‘আমি সামান্য একটা ছবি আপলোড দিয়েছি। এটা নিয়ে এত মাতামাতির কি আছে। আর এমন না যে আমি একাই বাংলাদেশের এমন ছবি আপলোড দিয়েছে, দেশের অন্যান্য অভিনেত্রীরা এর থেকে বাজে ছবি আপলোড দিয়েছেন। তাদের নিয়ে তো এত মাতামাতি নেই।তাহলে আমাকে নিয়ে কেন এত মাতামাতি?’

সুত্র,  বাংলাদেশ জার্নাল



Comments are closed.

      আরও নিউজ