মোঃ আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ”মানবতাবোধ,
জাগ্রত হোক বিবেকের তাড়নায়।”
এই স্লোগান নিয়ে বিউটিফুল লালমনিরহাট নামের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি একটি প্রজেক্ট চালু করেন।
বিউটিফুল লালমনিরহাট সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে খুনিয়াগাছ ইউনিয়নের করিমবাজারের ১২০ জন মায়ের সাথে নারী অগ্রযাত্রায় বিউটিফুল লালমনিরহাট এর স্বাবলম্বী হই প্রজেক্ট এর সেমিনার ও গ্রামীণ বালিস খেলা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সদস্যরা বলেন “আমরা চেষ্টা করে যাচ্ছি নারী জাগরণ ও পিছিয়ে পড়া নারীদের নিয়ে কিছু করতে তাদের উৎপাদন মুখি করতে,স্বনির্ভর করতে।
আমরা সবাই সবার জায়গা থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এগিয়ে আসি।
আমরা একদম প্রত্যান্ত অঞ্চলগুলোতে আকর্ষণীয় সেমিনার এর মাধ্যমে এই কর্মসূচি চালাচ্ছি এবং আমাদের এই কর্মসূচী চলমান থাকবে।
মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বকুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুজন চন্দ্র দাস, সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বরাত, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সিজান, দপ্তর সম্পাদক জীবন চন্দ্র রায়, কোষাধ্যক্ষ সুমন চন্দ্র রায়, খাইরুল কবীর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকলেই সেমিনারে সচেতনতা মূলক আলোচনা করেন এবং সকল নারীকে উৎপাদন মুখী করতে ও সাবলম্বী হওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে পুরুষ্কার বিতরন ও পরিবেশবান্ধব বন্ধু গাছ উপহার এর মাধ্যমে উক্ত কর্মসূচির সমাপ্ত হয়।