মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিআরইউডিএফের আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল

ঐশী, বেরোবি :রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিতার্কিকদের সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ) ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে প্রথম আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে কাল।
বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিশাদ নূর। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।এতে ৪ টি হাউজে (বেগম রোকেয়া,কবি হেয়াত মামুদ, ড.ওয়ায়েদ মিয়া ও শহীদ মুখতার ইলাহি) মোট ১২টি দল অংশগ্রহণ করবে।বিচারক হিসেবে থাকবেন সংগঠনটির মডারেটরবৃন্দ, সাবেক ও বর্তমান জ্যেষ্ঠ বিতার্কিকরা।

সার্বিক বিষয় জানতে চাইলে তিনি আরো বলেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চাকে শানিত করতে আমাদের এই আয়োজন । একটা ক্লাবের মধ্য থেকে ১২ টা টিম হওয়া কিন্তু আসলেই গর্বের বিষয়। আমরা জুনিয়র বিতার্কিকদের প্রশিক্ষণ দিতে ৪ টা হাউজে ভাগ করে দেই। প্রতিটি হাউজে একাধিক বিতর্ক কোচ নিয়োগ করি। তাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম একটা বিতর্ক ক্লাব হতে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছি। আশা করছি নবীন বিতার্কিকরা আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করবে।

 

সম্পর্কিত