মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার:
বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসি’র মধ্যে সমন্বয়হীনতায় কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে দুদিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচলের চ্যানেল ড্রেজিং না হওয়ায় ফেরি আটকে যাওয়া এবং রৌমারী ঘাটে থাকা পন্টুনের র্যামের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ফেরি চলাচল বন্ধের কথা জানালেন কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসি’র মধ্যে সমন্বয়হীনতায় প্রায়ই এমন দূর্ভোগ হচ্ছে বলে এলাকাসীর দাবী। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রাস্তার উপরে দাড়িয়ে থাকা পণ্যবাহী পরিবহণের চালক ও শ্রমিকরা। অপরদিকে ড্রাফ্ট বেশীর অজুহাত দিয়ে ফেরি বেগম সুফিয়া কামালকে সরিয়ে নিয়েছে বিআইডব্লিউটিসি।
জানা গেছে,চিলমারী-রৌমারী নৌপথে এক মাসের অধিক সময় ধরে নিয়মিত দুটি ফেরিতে পণ্যবাহীসহ বিভিন্ন প্রকার পরিবহন পারাপার করে আসছে। প্রতি ট্রিপে ফেরী কুঞ্জলতা ৮/৯টি ও বেগম সুফিয়া কামাল ১২/১৩টি পণ্যবাহী গাড়ি পারাপার করতে পারে। ব্রহ্মপুত্রের পানি হঠাৎ কমে যাওয়ায় নাব্যতা সংকট দেখা দেয়। বিআইডব্লিউটিএ যথাযথভাবে ফেরি চলাচলের চ্যানেল ড্রেজিং (খনন) না করায় ফেরি আটকে গিয়ে দুদিন ধরে ফেরি পারাপার বন্ধ রয়েছে। সময় মত পার হতে না পারায় ঘাট এলাকার রাস্তায় ফেরি পারাপারের জন্য ৪/৫দিন ধরে অপেক্ষমান পরিবহন শ্রমিকদের ভোগান্তি চরমে উঠেছে। এদিকে রোববার সকালে হঠাৎ করে বেগম সুফিয়া কামাল নামের ফেরিটি সরিয়ে নেয়া হয়েছে চিলমারী ঘাট থেকে। এতে পরিবহন শ্রমিকসহ এলাকাবাসীর মাঝে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।
শনিবার সকাল ৭টায় ফেরি কুঞ্জলতা ৭টি পণ্যবাহী গাড়ী নিয়ে যাত্রা শুরু করলে ঘাট থেকে কয়েকশ গজ সামনেই আটকে যায়। কয়েক বারের চেষ্টায় ফেরিটি রৌমারী ঘাটে যেতে সক্ষম হয়। একই সময়ে ফেরি বেগম সুফিয়া কামাল ১২টি পণ্যবাহী গাড়ি নিয়ে রৌমারী থেকে চিলমারীতে আসে। এর পর থেকেই রৌমারী ঘাটে থাকা পন্টুনের র্যামের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ থাকে। বিআইডব্লিউটিএ’র সাথে যোগাযোগ করা হলে ঘাট মেরামতের কাজ শুরু করা হবে বলে জনায় তারা। রোববার বেলা ৩টা পর্যন্ত ঘাট মেরামতের কাজ শুরু না করে একই কথা জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধের কারন হিসাবে বিআইডবিøউটিএ এবং বিআইডব্লিউটিসি’র মধ্যে সমন্বয়হিনতাকে দায়ী করছে এলাকাবাসী।
রোববার সকালে ঘাট এলাকায় গিয়ে দেখা যায়,দুদিন ধরে ফেরি বন্ধ থাকায় রাস্তায় ৪৩টি পণ্যবাহী পরিবহন ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছে।এসময় ভূরুঙ্গামারী থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক মো.সোহেল মিয়া,বুড়িমারী থেকে আসা রবিউল ইসলাম,পঞ্চগড় থেকে আসা আকরাম হোসেনসহ অনেকে জানান,তারা গত ৪দিন ঘাটে এসে আজ রোববারও পার হতে পারছি না। চালক সাইফুল ইসলাম জানান,জনায় ৫দিন ধরে ঘাটে আছি,ফেরি চলে না যেতেও পারছি না। হাতে টাকাও নেই কি করবো এখন। বুড়িমারী এলাকা থেকে ভূট্টা নিয়ে আসা গাড়ীর চালক কাজল মিয়া বলেন,ফেরি পার হওয়ার জন্য এ পথে এসে ৪দিন ধরে অপেক্ষা করছি। এই ৪দিনে ভূট্টা দাম কেজি প্রতি ১টাকা কমে যাওয়া লোকসানের উপর লোকসান দেখা দিয়েছে।
বিআইডব্লিউটিসি’র ম্যানেজার বাণিজ্য প্রফুল্ল চৌহান বলেন,নিরাপত্তার কারনে সুফিয়া কামালকে আরিচায় পাঠানো হয়েছে। চ্যানেল ড্রেজিং হলে ফেরি কদম নিয়ে আসা হবে। যমুনা রেলওয়ে সেতুর স্পেন টেনে দেয়া হলে ফেরিটি আর যেতে পারবে না। তাই এটিকে পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিএ’র সিরাজগঞ্জ ডিভিশনাল নির্বাহী প্রকৌশলী মো.নজরুল ইসলাম জানান, রৌমারী ঘাটে রাখা পন্টুনের র্যামের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাট মেরামতের কাজ শুরু করা হবে। পরিচালক(বানিজ্যিক) এস এম আসিকুজ্জামান বলেন,নাব্যতা সংকট এবং ড্রাফ্ট বেশির থাকায় ফেরি বেগম সুফিয়া কামলাকে সরিয়ে নেয়া হয়েছে। আগামী কাল কদম নামের একটি ফেরি চিলমারীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা জানান, ঘাট মেরামতের অনুমোদন দেয়া হয়েছে দু-এক দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।
