শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাল্য বিবাহ করায় ইউপি সদস্য বরখাস্ত

হুমায়ুন কবির রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)

প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তুলা রামকে বাল্য বিবাহ করার অপরাধে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক
গত ১ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক
বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
জানা গেছে, ইউপি সদস্য তুলা রাম গত ডিসেম্বর মাসে অষ্টম শ্রেণি পড়ুয়া ১৪ বছরের ছাত্রীকে বাল্য বিবাহ করে।এ অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯- এর ৩৪(৪) (ঘ) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার
রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আজ সোমবার ৫ ফেব্রুয়ারী স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ওই ইউপি সদস্যদের সাময়িক বরখাস্তের একটি চিঠি পেয়েছি।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত