বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বালু উত্তোলন করার সময় ৪ বালু ব্যবসায়ী আটক

রাজবাড়ী প্রতিনিধি :হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাট হইতে পাবনা জেলার পাঁকশি পর্যন্ত পদ্মা নদী ও আশপাশের এলাকা হতে রাতের অন্ধকারে গোপনে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে নাজিরগঞ্জ নৌ পুলিশ। এই অভিযানে বালু উত্তোলন করার সময় হাতেনাতে ৪জন বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

মঙ্গলবার (৩০জানুয়ারি) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে নাজিরগঞ্জ নৌ পুলিশের ওসি সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৯শে জানুয়ারি সন্ধায় দোগাছি চর হতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো ঃ- ১। মোঃ মানিক প্রামানিক (৪৭),২। মোঃ মোক্তার মল্লিক @ ফজলুল (৩৫), ৩। মোঃ শাকিল প্রামানিক (২২),৪। মোঃ বাদশা প্রামানিক (৪৫)। এ-সময় তাদের কাছ জব্দ করা হয়, ০১টি দেশিয় প্রযুক্তিতে তৈরী বাংলা ড্রাম ট্রাক। যাহার মূল্য অনুমানিক ৭,লক্ষ টাকা ও দুইটি বালু কাটার বেলচা, যার মূল্য অনুমান ১ হাজার টাকা। এরা সবাই নাজিরগঞ্জের দৌগাছি ইউনিয়নের বাসিন্দা। পরে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত