কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলায় ২০১০ সালে অবস্থিত বালিয়ামারী-কালাইয়েরচর বর্ডারহাটে ভারত-বাংলাদেশের ডিএম- ডিসি পর্যায়ে যৌথ বর্ডারহাট ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বর্ডারহাট প্রাঙ্গনে বাংলাদেশের পক্ষে কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা: সুলতানা পারভীন ও ভারতীয় মেঘালয় রাজ্যের আমপাতি গাড়োহিল সাউথওয়েষ্টের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শ্রী রাম কুমার আইএএস বৈঠকে দু’দেশের প্রতিনিধিত্ব করেন।
এসময় বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল এস.এম আজাদ, কুড়িগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, চর রাজীবপুরের ইউএনও মেহেদী হাসান, রৌমারী ইউএনও দীপঙ্কর রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরু, রৌমারী সার্কেল এএইচএম মাহফুজার রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা আফতারুল ইসলাম এবং ভারতের পক্ষে বিএসএফ’র সেক্টর কমান্ডার জেপি চৌহান, পুলিশ সুপার তরুণ রবী, আইপিএস ঋতুরাজ রবীসহ ১৩ সদস্যের একটি দল।
এসময় দু’দেশের ভ্যান্ডার গণ উপস্থিত ছিলেন।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, বর্ডারহাটের মানোন্নয়নে বিজিবি-বিএসএফ নিরাপত্তা বাহিনীর জন্য অস্থায়ী শেড নির্মাণ, বর্ডারহাটের দিন ও সময় বৃদ্ধিকরণ, পণ্যের প্রকার বাড়ানো, হাটের রক্ষণাবেক্ষন ও সৌন্দর্যবর্ধন এবং বিক্রয় ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।