শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বালিয়াডাঙ্গী লাহিড়ী বাজারে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

 

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় মূল্য তালিকা না থাকা, ও নোংরা পরিবেশে পণ্য রাখায় ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আইনে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার আফসানা কাওসার। এসময় বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়। অভিযানে মেসার্স আল নূর মিষ্টান্ন হোটেল নুরুল ইসলাম হোটেলকে দন্ডবিধী ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০০০ টাকা, ও অপর আর একটিতে মেসার্স নজরুল মসলা ভান্ডারকে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ২০০৯ এর ৩৮ ধারা মতে ২০০০ টাকা, জরিমানা করা হয়।
এসময় বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার আফসানা কাওসার বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত