মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ে মাদকসহ জয়নাল আবেদীন (৩৬), বাদল হোসেন (২২) ও ফারুক হোসেন (৩৫) নামের
৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার ( ৩০ জানুয়ারী) ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এর সার্বিক দিক-নিদের্শনায় বালিয়াডাঙ্গী উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৪ বোতল ফেন্সিডিল ও ২ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয় ।
আটককৃতরা হলেন ৫ নং দুওসও ইউনিয়নের দুওসুও মোদী বস্তি গ্রামের
আমির উদ্দিনের ছেলে মাদক কারবারী জয়নাল আবেদীনের বাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ির ভিতর থেকে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারের পর তাকে এবং দুওসুও ডাক্তার পাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে বাদল হোসেনকে গ্রেফতার করে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতের বিচারকের নিকট হাজির করা হবে।