সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎপৃষ্ঠে হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁওঃ

বালিয়াডাঙ্গী উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মুরাদ হাসান(১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ(ওসি) ফিরোজ কবির। শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের জিয়াবাড়ি দক্ষিণ দুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মুরাদ হাসান ওই এলাকার মতিউর রহমানের ছেলে এবং সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জুম্মার নামাজ পড়ার জন্য গোসল করতে টিউবওয়েল পারে গিয়েছিল কলেজ ছাত্র মুরাদ হাসান। এ সময় পানির পাম্পের বৈদ্যুতিক স্যুইচ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ(ওসি) ফিরোজ কবির বলেন, এ ঘটনাই একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পর্কিত